বিনোদন ডেস্কঃ
সকল ধরণের ভারতীয় সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান। এখন থেকে পাকিস্তানে কোন বলিউডের সিনেমার মুক্তি দেওয়া হবে না বা প্রদর্শনী চলবে না বলে জানিয়েছে পাকিস্তান।
এখন থেকে পাকিস্তানে কোন ভারতীয় সিনেমা প্রদর্শনী করা যাবে না বলে বলা হয়েছে। পাকিস্তানের চলচিত্র কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবরে বলা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারে এ তথ্য জানায়।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪৪ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।
এরপর পাল্টা জবাব হিসেবে মঙ্গলবার পাকিস্তানের সীমানা ভেদ করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এতে ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান ভারতের এসব দাবি প্রত্যাখান করেছে। অন্যদিকে পাকিস্তান সীমানা লংঘনের দায়ে বুধবার ভারতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।