বিনোদন ডেস্কঃ
মাঝে অনেকটা ডুব দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। সিনেমা নিয়ে যেন আলোচনার বাইরে ছিলেন বলিউড কুইন। তবে আবারো ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ দিয়ে সব আলোচনার কেন্দ্রবিন্দু এখন তিনি। ক্যারিয়ারে নিজের সফলতার বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে কথা বলেছেন তিনি। এমনকি তিনি যোদ্ধা নারী চরিত্রে তিনি আরো ৩টি সিনেমার পরিকল্পনা করছেন।
‘মণিকর্নিকা’র সফলতার পর কঙ্কনা নিজের বায়োপিকের কথাও ঘোষণা করেছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো লুকোচুরির বায়োপিক করতে চাই না। আমার জীবনের সকল ভালো বা খারাপ বিষয়গুলো আমি এখানে দেখাতে চাই। আমার জীবনের সংগ্রামের বিষয়গুলো এখানে প্রাধান্য পাবে।’ কঙ্গনা আরো জানান, ইন্ডাস্ট্রিতে তার অনেক পতনও হয়েছে, কারণ নিজেকে সবসময় ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে পেয়েছেন। কিন্তু এই পরিসরেই তিনি বেঁচে থাকার লড়াইটা শিখেছেন। তিনি বলেন, ‘আমি এমন এক পরিস্থিতি থেকে উঠে এসেছি যেখানে প্রতিনিয়ত আমাকে সংগ্রাম করতে হয়েছে। আর সিনেমা ছাড়া আমার দ্বিতীয় কোনো পরিকল্পনা ছিল না। কোনো প্ল্যান বি ছিল না। বিষয়টা এ রকম নয় যে, একদিন সকালে উঠে মনে হলো এক মিনিট, কত মানুষকে আজ আমি অসন্তুষ্ট করলাম বা কীভাবে নিজের জীবনটা কঠিন বানানো যায় দেখি। বিষয়গুলো এমন নয়।’
কিছুদিন আগে ‘মি টু’র বিষয়ে বলিউডে যে আলোচনার ঝড় উঠেছে তেমন কোনো ঘটনা তার জীবনের সাথে সম্পৃক্ত আছে কি-না বা এমন কোনো ঘটনা তার বায়োপিকে দেখানো হবে কি-না সেই বিষয়ে কঙ্গনার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি আমি একটি স্বচ্ছ বায়োপিক নির্মাণ করতে চাই। তাই সেই প্রসঙ্গগুলো সিনেমা শুরু করার পর বলা যাবে। আপাতত বর্তমানের পরিকল্পনাগুলো আমি জানাতে চাই।’