বিনোদন ডেস্কঃ
অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নু। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পিঙ্ক’ ছবিতে এই দুই তারকাকে দেখেছেন নিশ্চয়। আবারো স্ক্রিন শেয়ার করবেন তারা। তবে এই শেয়ারের সৌজন্যে ছিলো আসন্ন ‘বদলা’ ছবি।
‘বদলা’ ছবিতে অমিতাভকে এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। তাপসী রয়েছেন তার মক্কেলের চরিত্রে। সুজয় ঘোষ পরিচালিত এই রহস্য থ্রিলারের সহ প্রযোজনা করছেন শাহরুখ খান। এই ছবি নিয়েই শাহরুখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চনের অভিযোগ, এই ছবির একটি পোস্টার তার পছন্দ হয়েছিল। কিন্তু তা বাতিল করে দেন শাহরুখ নিজে। প্রোডাকশন টিম তাকে এই তথ্য জানিয়েছিল।
সম্প্রতি এক টিভি শো-এ মুখোমুখি হন অমিতাভ এবং শাহরুখ। সেখানে সরাসরি এই অভিযোগ করেন অমিতাভ।
জানা গেছে, শাহরুখও নাকি সে অভিযোগ মেনে নিয়েছেন এবং নিজের অপছন্দের কথা স্পষ্ট করেছেন।