বিনোদন ডেস্কঃ
আন্তর্জাতিক নারী দিবসে কেউ মায়ের বা মেয়ের ছবি শেয়ার করেন। কেউ বা নিজের। এবার নারী দিবসে বিদ্যা বালনও ছবি শেয়ার করেছেন। কিন্তু শেয়ার করা ছবিতে রয়েছে নগ্নতা। তার শেয়ার করা ছবি ও তার দৃষ্টিভঙ্গীর প্রশংসা করেছেন বলি মহলের একটা বড় অংশ।
শুক্রবার ইনিস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে বিদ্যা লিখেছেন, ‘শুভ আন্তর্জাতিক নারী দিবস সকলকে। … নিজের শরীর, মন, আত্মাকে ভালবাসুন। আপনি যেমন, ঠিক তেমনভাবে নিজেকে ভালবাসুন। রোগা, ফর্সা বা ধনী হওয়ার চেষ্টা করবেন না। মনে করুন, আপনিই সেরা। কারও সঙ্গে তুলনা করতে যাবেন না। তা হলে তো নিজস্বতা হারিয়ে যাবে। স্বতন্ত্র তো সেরা শব্দ। এই ছবিটা আমাকে এই পোস্টটা লিখতে অনুপ্রাণিত করল। আপনি যদি আমার সঙ্গে একমত হন, ইটস্ টাইম ট্যাগ দিয়ে শেয়ার করতে পারেন।’
বিদ্যার দৃষ্টিভঙ্গীর প্রশংসা করেছেন বলি মহলের একটা বড় অংশ। অনেকেরই তার সঙ্গে একমত। শেয়ার করেছেন নিজেদের বক্তব্যও।