খেলাধূলা ডেস্কঃ
বৃষ্টিতে ভেসে গেল ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনও। সফরকারী বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার এই টেস্টে দু’দিনে টসও করা যায়নি। তবে আশার দিক হলো আগামীকাল রবিবার আবহাওয়া ভালো থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস সূত্র।
ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, আগামীকাল তৃতীয় দিনে তাই আধা ঘণ্টা আগেই শুরু হবে খেলা।
এর আগে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ওই ম্যাচে ইনিংস ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেন। তাই আশার আলো দিয়ে শেষটা করেছিলেন তারা। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসের শিক্ষা ওয়েলেংটনে কাজে লাগাতে চেয়েছিল বাংলাদেশ। তবে প্রথম দু’দিনে বল মাঠে না গড়ানোয় তা আর সম্ভব হয়নি।
আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে চলতি সফরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয় তারা। আর চলমান টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ক্রাইস্টচার্চে আগামী ১৬ মার্চ শুরু হবে।