ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ব্যাটের আঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

জাতীয় ডেস্কঃ

কুমিল্লায় ক্রিকেট খেলায় নো-বল নিয়ে দ্বন্দ্বে ব্যাটের আঘাতে আহত সাজ্জাদুল ইসলাম ওরফে অণিক (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে।

শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায় সে।

অণিক কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার প্রবাসী শফিকুল ইসলামের ছেলে এবং সে নগরীর নেউরা এমআই উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

গত শুক্রবার অণিকের বাড়ির অদূরে একটি মাঠে সে আঘাতপ্রাপ্ত হয়। এদিকে ঘটনার পর থেকে নগরীর উত্তর চর্থা এলাকার হুমায়ুন কবিরের ছেলে অভিযুক্ত ইউসুফ পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১২টার দিকে অণিক ও তার সহপাঠীরা দিশাবন্দ এলাকার একটি মাঠে ক্রিকেট খেলছিল। এসময় নো-বলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ইউসুফ ব্যাট দিয়ে অণিকের মাথায় একাধিক আঘাত করে। এতে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার কলাবাগান এলাকার গ্রীণভিউ নামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে অণিক মারা যায়।

রবিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ছিদ্দিকুর রহমান সুরুজ জানান, ‘ব্যাটের আঘাতে অণিক আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা গেছে বলে শুনেছি।’

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন-অর রশীদ জানান, ‘স্কুলছাত্র মারা যাওয়ার খবর শুনেছি। পুলিশের একটি টিম নিহতের বাড়িতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে পরকীয়ায় বাধা দেওয়ায় খুন লাশ গুম

কুমিল্লায় ব্যাটের আঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ১১:১৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
জাতীয় ডেস্কঃ

কুমিল্লায় ক্রিকেট খেলায় নো-বল নিয়ে দ্বন্দ্বে ব্যাটের আঘাতে আহত সাজ্জাদুল ইসলাম ওরফে অণিক (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে।

শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায় সে।

অণিক কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার প্রবাসী শফিকুল ইসলামের ছেলে এবং সে নগরীর নেউরা এমআই উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

গত শুক্রবার অণিকের বাড়ির অদূরে একটি মাঠে সে আঘাতপ্রাপ্ত হয়। এদিকে ঘটনার পর থেকে নগরীর উত্তর চর্থা এলাকার হুমায়ুন কবিরের ছেলে অভিযুক্ত ইউসুফ পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১২টার দিকে অণিক ও তার সহপাঠীরা দিশাবন্দ এলাকার একটি মাঠে ক্রিকেট খেলছিল। এসময় নো-বলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ইউসুফ ব্যাট দিয়ে অণিকের মাথায় একাধিক আঘাত করে। এতে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার কলাবাগান এলাকার গ্রীণভিউ নামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে অণিক মারা যায়।

রবিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ছিদ্দিকুর রহমান সুরুজ জানান, ‘ব্যাটের আঘাতে অণিক আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা গেছে বলে শুনেছি।’

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন-অর রশীদ জানান, ‘স্কুলছাত্র মারা যাওয়ার খবর শুনেছি। পুলিশের একটি টিম নিহতের বাড়িতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি।’