মো. হাবিবুর রহমান
রোজ সোমবার, ০৯ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর বাজারে অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন কালি ও শিব মন্দির সোমবার সকালে ফিতা কেটে প্রদীপ জ্বালিয়ে শংখ ধ্বনীর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডাক্তার যুগল ব্রহ্মচারী।
এ সময় ফলক উন্মোচন করেন মন্দিরের প্রতিষ্ঠাতা যতীন্দ্র মোহন দত্তের সহধর্মিনী বেনু দত্ত ও নেপাল দত্তের সহধর্মিনী আরতী দত্ত।
পরে মন্দির কমিটির সভাপতি পার্থ সারথী দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকুর উপস্থাপনায় এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মন্দির কমিটির উপদেষ্টা অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার, সহসভাপতি দুলাল দেবনাথ, শিশির দত্ত, শংকর রায়, বিঞ্চুপদ সাহা, সহ সাধারণ সম্পাদক দ্বীন দয়াল পাল, কোষাধ্যক্ষ দীপক কুমার রায়, কে, সি রায়, সংরক্ষণ সম্পাদক রঞ্জিত দেবনাথ ও সদস্য পবিত্র পোদ্দার প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন স্থান থেকে আগত শিল্পিবৃন্দ মনমুগ্ধকর শ্যামা সঙ্গীত পরিবেশন করে অনুস্থানস্থল মাতিয়ে তোলে।