মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
“প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি” এ প্রতিপাধ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করে মুরাদনগর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহেবুবের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার শাহ্ মোঃ ইকবাল মনসুর, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি রেবেকা শুলতানা, আলীরচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সরকার, গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী সাহা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষা কর্মকতা সায়মা সভরীন, জয়নাল আবেদীন, তুহিন কান্তি দাস, সেলিমগীর হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন, যুগ্ম- সাধারন সম্পাদক আবুল কালাম, বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ধামঘর ইউনিয়ন সভাপতি মোছলেহ উদ্দিন, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা আক্তার খানম, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল হাছান প্রমূখ।