হাবিবুর রহমানঃ
রোজ বুধবার, ১১ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও কেক কাটা ও বনার্ঢ্য র্যালির মধ্য দিয়ে বুধবার মোহনা টেলিভিশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উসবমূখর পরিবেশে পালিত হয়েছে।
নবীপুর পশ্চিম ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলী আজগর।
নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক, প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি সৈয়দ রাজিব আহাম্মদ, দৈনিক মানব জমিনের প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংবাদিক শামীম আহাম্মদ, রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণী-পেশা ও স্কুলের শিক্ষার্থীরা।
পরে বেগমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বণার্ঢ্য র্যালিতে অংশ নেয়।