কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় স্কুল ছাত্র রাব্বি হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানবববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে নগরীর নজরুল এ্যাভিনিউতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাব্বির মা আনোয়ারা বেগম , মামা ফরহাদ হোসেন।
মানববন্ধনে বক্তারা স্কুল ছাত্র রাব্বি হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।
উল্লেখ্য গত ২৯ আগষ্ট ২০১৮ ইং রাতে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র দেবিদ্বারের বাগুর গ্রামের স্কুল ছাত্র রাব্বিকে খুনীরা হত্যা করে ডোবায় ফেলে দেয়। পহেলা সেপ্টেম্বর পুলিশ রাব্বির লাশ উদ্ধার করে।