জাতীয় ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার সমস্ত শরীরে যন্ত্রনা। তিনি খুব অসুস্থ। বেগম জিয়ার নেতৃত্বকে ভয় পায় বলেই সু-পরিকল্পিতভাবে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আয়োজিত অনশনে যোগ দিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ইচ্ছে করলেই বাংলাদেশের মানুষকে আর দমন করে রাখা যাবে না। গোটা জাতিই আজ অসিত্ব সংকটে পড়েছে। বসে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তার জন্যই নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছে। সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।