ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দীপিকাকে ‘বৌদি’ ডেকে বিপাকে পড়লেন ভিকি

বিনোদন ডেস্কঃ

২০১৮-র শেষে রণবীর সিংহের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। রণবীরকে যারা দাদা বলে ডাকেন, তাদের সম্পর্কে দীপিকা এখন বৌদি! ভিকি কৌশল ইন্ডাস্ট্রিতে রণবীরের জুনিয়র। সেই অর্থে রণবীর দাদা। ফলে দীপিকা তো তার বৌদিই হবেন। এই সরল কথা অন্য সকলে মেনে নিলেও মানতে রাজি নন দীপিকা নিজে। ফলে প্রকাশ্যে দীপিকাকে ‘বৌদি’ বলে ডেকে নাকি বিপাকে পড়লেন ভিকি!

 

এরপরই নাকি দীপিকার মুখের অভিব্যক্তি বদলে যায়। তিনি যে একটুও খুশি হননি তা স্পষ্ট বুঝিয়ে দেন। প্রায় সঙ্গে সঙ্গেই অবশ্য নায়িকা ভিকিকে বলেন, আর যাই হোক ‘বৌদি’ বলে যেন তাকে সম্বোধন না করা হয়। তবে গোটা ঘটনাটিই দীপিকা মজার ছলে ঘটিয়েছেন বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীপিকাকে ‘বৌদি’ ডেকে বিপাকে পড়লেন ভিকি

আপডেট সময় ০১:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
বিনোদন ডেস্কঃ

২০১৮-র শেষে রণবীর সিংহের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। রণবীরকে যারা দাদা বলে ডাকেন, তাদের সম্পর্কে দীপিকা এখন বৌদি! ভিকি কৌশল ইন্ডাস্ট্রিতে রণবীরের জুনিয়র। সেই অর্থে রণবীর দাদা। ফলে দীপিকা তো তার বৌদিই হবেন। এই সরল কথা অন্য সকলে মেনে নিলেও মানতে রাজি নন দীপিকা নিজে। ফলে প্রকাশ্যে দীপিকাকে ‘বৌদি’ বলে ডেকে নাকি বিপাকে পড়লেন ভিকি!

 

এরপরই নাকি দীপিকার মুখের অভিব্যক্তি বদলে যায়। তিনি যে একটুও খুশি হননি তা স্পষ্ট বুঝিয়ে দেন। প্রায় সঙ্গে সঙ্গেই অবশ্য নায়িকা ভিকিকে বলেন, আর যাই হোক ‘বৌদি’ বলে যেন তাকে সম্বোধন না করা হয়। তবে গোটা ঘটনাটিই দীপিকা মজার ছলে ঘটিয়েছেন বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।