ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাচতে চায় মৃত্যুপথযাত্রী রোকেয়া,প্রয়োজন একটু সহযোগিতা

মো.ফাহাদ বিন রহমানঃ

যে বয়সে পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে সূখে জীবন কাটানোর কথা সে বয়সে হাসপাতালের বিছানায় পড়ে কাত্রাচ্ছেন কুমিল্লা মুরাদনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের হার্ডের দুটি বাল্ব নষ্ট হয়ে যাওয়া ৪৫ বছর বয়সী রোকেয়া বেগম।

জীবন মৃত্যুর এই সন্ধিক্ষনে থাকা রোকেয়ার চিকিৎসার ব্যয় বহন করতে জায়গা-জমিন সব হারিযেছে তার পরিবার। রাজধানী ঢাকার জাতীয়  হ্রদরোগ ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে এখন ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রোকেয়া।

জানা যায়, রোকেয়া বেগম তার রিক্সাচালক স্বামী, দ্ইু ছেলে ও দুই মেয়ে নিয়ে কোনরকম দিন পার করচ্ছিলেন। তারই মাঝে গত এক বছর আগে তার হার্ডের রোগ ধরা পড়ে।

কুমিল্লা,ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে নিঃস্ব প্রায় তার পরিবার। শেষ সম্বল বাড়ির ভিটাটুকু বাকি ছিল সেটাও বিক্রি করে এতদিন চিকিৎসা চালাচ্ছিল রোকেয়ার পরিবার তবুও সুস্থ হয়নি রোকেয়া। তার হার্ডের বাল্বের আপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা । এই টাকা সংগ্রহ করার মত সাধ্য নেই রিক্সাচালক সুজন মিয়া ও তার পরিবারের। এমতাবস্থায় তার আশেপাশের এলাকায় থেকে দুই লক্ষ টাকা যোগার করলেও এখনও প্রায় তিনলক্ষ টাকা প্রয়োজন।

তাই স্বামী ও তার পরিবার দেশের সর্বস্থরের মানুষদের কাছে রোকেয়াকে বাচানোর জন্য একটু সাহায্য ও সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ

স্বামী মো.সুজন মিয়া, মোবাইল:০১৮৭৯৫৯৫২৮৫, বিকাশ(পারসোনাল) ০১৮৬৬৭৫০৪১।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বাচতে চায় মৃত্যুপথযাত্রী রোকেয়া,প্রয়োজন একটু সহযোগিতা

আপডেট সময় ১২:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
মো.ফাহাদ বিন রহমানঃ

যে বয়সে পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে সূখে জীবন কাটানোর কথা সে বয়সে হাসপাতালের বিছানায় পড়ে কাত্রাচ্ছেন কুমিল্লা মুরাদনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের হার্ডের দুটি বাল্ব নষ্ট হয়ে যাওয়া ৪৫ বছর বয়সী রোকেয়া বেগম।

জীবন মৃত্যুর এই সন্ধিক্ষনে থাকা রোকেয়ার চিকিৎসার ব্যয় বহন করতে জায়গা-জমিন সব হারিযেছে তার পরিবার। রাজধানী ঢাকার জাতীয়  হ্রদরোগ ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে এখন ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রোকেয়া।

জানা যায়, রোকেয়া বেগম তার রিক্সাচালক স্বামী, দ্ইু ছেলে ও দুই মেয়ে নিয়ে কোনরকম দিন পার করচ্ছিলেন। তারই মাঝে গত এক বছর আগে তার হার্ডের রোগ ধরা পড়ে।

কুমিল্লা,ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে নিঃস্ব প্রায় তার পরিবার। শেষ সম্বল বাড়ির ভিটাটুকু বাকি ছিল সেটাও বিক্রি করে এতদিন চিকিৎসা চালাচ্ছিল রোকেয়ার পরিবার তবুও সুস্থ হয়নি রোকেয়া। তার হার্ডের বাল্বের আপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা । এই টাকা সংগ্রহ করার মত সাধ্য নেই রিক্সাচালক সুজন মিয়া ও তার পরিবারের। এমতাবস্থায় তার আশেপাশের এলাকায় থেকে দুই লক্ষ টাকা যোগার করলেও এখনও প্রায় তিনলক্ষ টাকা প্রয়োজন।

তাই স্বামী ও তার পরিবার দেশের সর্বস্থরের মানুষদের কাছে রোকেয়াকে বাচানোর জন্য একটু সাহায্য ও সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ

স্বামী মো.সুজন মিয়া, মোবাইল:০১৮৭৯৫৯৫২৮৫, বিকাশ(পারসোনাল) ০১৮৬৬৭৫০৪১।