মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
২৫শে র্মাচ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মুরাদনগর উপজেলা প্রশাসন।
শনিবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, শিক্ষা কর্মকর্তা শাহ্ মো: ইকবাল মনসুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।