ধর্ম ও জীবন ডেস্কঃ
এক হাজার বছর আগের লিখিত পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, যা এখনও আছে অক্ষত। প্যাপিরাস নামক এক ধরনের কাগজে লিখিত হয়েছে কোরআনের আয়াতগুলো।
সম্প্রতি আলজেরিয়ার খেনচেলাহ শহরের নিকটবর্তী আলজাভিয়া অঞ্চলে ‘নূর’ নামক এক অনুষ্ঠানে কুরআনের এ পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
এই কোরআন দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার দর্শনার্থী। ওই অনুষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, কোরআনের এই পাণ্ডুলিপি খেনচেলাহ শহরের এক বাসিন্দার কাছে রক্ষিত ছিল।
তিনি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে এই ঐশি গ্রন্থ পেয়েছেন বলে জানা গেছে। প্রদর্শনী শেষে প্যাপিরাস কাগজে লিখিত হাজার বছরের পুরোনো এই কোরআন ওই ব্যক্তির তত্ত্বাবধানেই থাকবে।