মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের লক্ষ্যে স্টুডেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট সফ্টওয়্যার বিষয়ক একদিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মুরাদনগর উপজেলা রিসোর্স সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুণ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রক্টর সহিদুল আমিন ভুইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন।
প্রশিক্ষণে ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেয়। প্রশিক্ষণ প্রদান করেন মুরাদনগর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযয়র প্রধান শিক্ষক আরিফুর রহমান, আল্গী সরকারি প্রাথমিক বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী শিক্ষক ফয়জুল আলম মনির।
প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরীন, তুহিন কান্তি দাস, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, হরে কৃষ্ণ দে, শরিফা আক্তার, ব্যবসায়ী হাবিবুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল জলিল ও মিজানুর রহমান প্রমুখ।
উক্ত প্রশিক্ষণের ফলে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ এবং উপস্থিতি নিশ্চয়তাকরণসহ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের যোগাযোগে অগ্রনী ভূমিকা রাখবে।