সৈয়দ রাজিব আহম্মেদঃ
রোজ শনিবার, ২৭ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র পোদ্দার (৭৩) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
সন্ধ্যায় পারিবারিক শ্বশানে তার মৃত দেহ দাহ করা হয়। তার মৃত্যুতে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল ও যুগ্ম সাধারণ সম্পাদক এস.টি আহমেদ ফয়সাল গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।