ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুর-হোমনা সড়ক বেহাল যান চালকদের ধর্মঘট

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

গৌরীপুর-হোমনা সড়কের পাশে রয়েছে ২০টিরও অধিক হাসপাতাল। এই সড়কটির পাশে রয়েছে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদেরও নিয়মিত চলাচল করতে হয় বেহাল সড়ক দিয়েই। অনেক সময় সাধারণ মানুষকে এই সড়কে দুর্ঘটনায় পতিত হতে হচ্ছে।

গৌরীপুর-হোমনা সড়কের পেন্নাই বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গায় রাস্তার পূর্ব এবং পশ্চিমাংশের বাড়িঘর ও দোকানপাট অনেক উঁচু হওয়ায় সামান্য বৃষ্টিবাদলের সময়ই রাস্তাটি পানিতে ডুবে গিয়ে খালে পরিণত হয়। মেরামত করার পরপরই বড় বড় গাড়ির চাকার পিষ্টে রাস্তাটি পুনরায় ভেঙে-চুরে একাকার হয়ে যায় এবং বর্তমানে বড় বড় গর্ত তৈরি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয় বলে জানায় এলাকাবাসী ও যানবাহন চালকরা।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, এ সড়ক মেরামতের ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগকে বারবার অনুরোধ করার পরও তারা মেরামত কাজে এতদিন হাত দেয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম বলেন, দুর্দশাগ্রস্ত সড়কটির কারণে জনগণ এবং যানবাহন চালকরা দুর্ভোগ পোহাচ্ছে ঠিকই তবে সড়ক ও জনপথ বিভাগ সহসাই এর মেরামত কাজ শুরু করবে বলে উপজেলা প্রশাসনকে জানিয়েছে। এই মোতাবেক আমরা ধর্মঘটে থাকা যানবাহন চালকদের আশ্বাস দিয়েছি এবং তারা গাড়ি চালনা শুরু করেছে।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশল ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সড়কটি ভগ্ন অবস্থায় থাকায় এলাকাবাসীর দুর্দশা হয়েছে ঠিকই, তবে আগামী দুই/একদিনের মধ্যেই মেরামত কাজ (এইচবিবি) শুরু হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

গৌরীপুর-হোমনা সড়ক বেহাল যান চালকদের ধর্মঘট

আপডেট সময় ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

গৌরীপুর-হোমনা সড়কের পাশে রয়েছে ২০টিরও অধিক হাসপাতাল। এই সড়কটির পাশে রয়েছে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদেরও নিয়মিত চলাচল করতে হয় বেহাল সড়ক দিয়েই। অনেক সময় সাধারণ মানুষকে এই সড়কে দুর্ঘটনায় পতিত হতে হচ্ছে।

গৌরীপুর-হোমনা সড়কের পেন্নাই বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গায় রাস্তার পূর্ব এবং পশ্চিমাংশের বাড়িঘর ও দোকানপাট অনেক উঁচু হওয়ায় সামান্য বৃষ্টিবাদলের সময়ই রাস্তাটি পানিতে ডুবে গিয়ে খালে পরিণত হয়। মেরামত করার পরপরই বড় বড় গাড়ির চাকার পিষ্টে রাস্তাটি পুনরায় ভেঙে-চুরে একাকার হয়ে যায় এবং বর্তমানে বড় বড় গর্ত তৈরি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয় বলে জানায় এলাকাবাসী ও যানবাহন চালকরা।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, এ সড়ক মেরামতের ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগকে বারবার অনুরোধ করার পরও তারা মেরামত কাজে এতদিন হাত দেয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম বলেন, দুর্দশাগ্রস্ত সড়কটির কারণে জনগণ এবং যানবাহন চালকরা দুর্ভোগ পোহাচ্ছে ঠিকই তবে সড়ক ও জনপথ বিভাগ সহসাই এর মেরামত কাজ শুরু করবে বলে উপজেলা প্রশাসনকে জানিয়েছে। এই মোতাবেক আমরা ধর্মঘটে থাকা যানবাহন চালকদের আশ্বাস দিয়েছি এবং তারা গাড়ি চালনা শুরু করেছে।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশল ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সড়কটি ভগ্ন অবস্থায় থাকায় এলাকাবাসীর দুর্দশা হয়েছে ঠিকই, তবে আগামী দুই/একদিনের মধ্যেই মেরামত কাজ (এইচবিবি) শুরু হবে।