মো: শাহীন আলম, দেবিদ্বার প্রতিনিধিঃ
রোজ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার দেবিদ্বারে প্রাক্তন শিক্ষামন্ত্রী মফিজ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল র্টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন ও রসুলপুর ইউনিয়নের মধ্যে এখেলা অনুষ্ঠিত হয়। খেলায় রসুলপুর ইউনিয়ন বিজয়ী রানার আপ এলাহাবাদ ইউনিয়ন হয়।
শনিবার বিকেলে বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন আইন ও বিচার বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি।
ময়নাল হোসেন ভিপি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, দেবিদ্বারের সাবেক সাংসদ ও মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন দাউন্দকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, আ’লীগ সভাপতি মো: জয়নুল আবেদীন, উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা স্বেচ্ছাসেবলীগ আহবায়ক হাজী শহীদুল্লাহ খাজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবদুস সামাদ, দেবিদ্বার থানা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, দেবিদ্বার পৌর আ’লীগ সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কাশেম।