ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নুসরাতের সহপাঠী কামরুন ৫ দিনের রিমান্ডে

জাতীয় ডেস্কঃ

সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁর সহপাঠী কামরুন নাহারকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ফেনীর একটি আদালত।

নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহ আলম জানান, আজ বুধবার দুপুরে এই মামলার আসামি কামরুন নাহারকে জেলা জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক শরাফ উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কামরুন নাহারকে গত সোমবার দিবাগত রাতে ফেনী শহর থেকে গ্রেপ্তার করে পিবিআই।

নুসরাতের মত কামরুন নাহারও সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন। গত ৬ এপ্রিল পরীক্ষা চলাকালে মাদ্রাসার একটি ভবনের ছাদে যে পাঁচজন নুসরাতের গায়ে আগুন দিয়েছিল, তাদের মধ্যে কামরুন নাহারও ছিলেন বলে পিবিআই জানিয়েছে।

ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন নুসরাত। গত ২৬ মার্চ নুসরাতের মা শিরীনা আক্তার মামলা করার পরদিন সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ওই মামলা প্রত্যাহার না করায় পরীক্ষার হল থেকে ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে আগুন দেয় বোরখা পরা কয়েকজন। নুসরাত গত ১০ এপ্রিল রাতে মারা যান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরের ৭ শহীদ পরিবারের মাঝে রমজানের উপহার পাঠালেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

নুসরাতের সহপাঠী কামরুন ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
জাতীয় ডেস্কঃ

সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁর সহপাঠী কামরুন নাহারকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ফেনীর একটি আদালত।

নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহ আলম জানান, আজ বুধবার দুপুরে এই মামলার আসামি কামরুন নাহারকে জেলা জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক শরাফ উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কামরুন নাহারকে গত সোমবার দিবাগত রাতে ফেনী শহর থেকে গ্রেপ্তার করে পিবিআই।

নুসরাতের মত কামরুন নাহারও সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন। গত ৬ এপ্রিল পরীক্ষা চলাকালে মাদ্রাসার একটি ভবনের ছাদে যে পাঁচজন নুসরাতের গায়ে আগুন দিয়েছিল, তাদের মধ্যে কামরুন নাহারও ছিলেন বলে পিবিআই জানিয়েছে।

ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন নুসরাত। গত ২৬ মার্চ নুসরাতের মা শিরীনা আক্তার মামলা করার পরদিন সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ওই মামলা প্রত্যাহার না করায় পরীক্ষার হল থেকে ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে আগুন দেয় বোরখা পরা কয়েকজন। নুসরাত গত ১০ এপ্রিল রাতে মারা যান।