মো: সুমন সরকারঃ
ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য। অভিযোগ রয়েছে ইউপি সদস্য আলমগীর হোসেন নিজে জুয়ার বোর্ড বসিয়ে জুয়ারীদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আবার তিনিই টাকা পয়সা নিয়ে পুলিশের কাছ থেকে জুয়ারীদেরকে ছাড়িয়ে আনেন। সোমবার আলমগীর হোসেন নিজেই জুয়ার বোর্ডে জুয়া খেলতে বসেন। এ সময় আশপাশের লোকজন তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে তা ব্যপক হারে ভাইরাল হয়। এতে ওই ইউপি সদস্যকে নিয়ে ব্যপক সমালোচনা শুরু হয়।
স্থানীয়রা জানায়, ইউপি সদস্য আলমগীর হোসেন এলাকায় নিয়মিত জুয়ার বোর্ড বসিয়ে উঠতি বয়সের তরুন ও যুব সমাজকে বিপদগামী করছেন। এসব জুয়ার আসরকে কেন্দ্র করে চলে মাদকসহ নানা অপকর্ম। আলমগীর হোসেনের বাইরে এলাকায় কেউ জুয়ায় সম্পৃক্ত হলে তিনি ওই জুয়ারীদেরকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। নিজে জুয়ার আসর বসিয়ে পুলিশ খবর দিয়ে জুয়ারী আটক করে আবার নিজেই তাদেরকে ছাড়িয়ে নেন। সম্প্রতি তিনি বেশ কয়েকজনকে পুলিশে সোপর্দ করে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভেরও কমতি নেই। সোমবার উপজেলার বাইড়া এলাকায় বৈশাখী মেলায় তিনি প্রকাশ্যেই জুয়ার বোর্ড বসান। এসময় আশপাশের লোকজন তার এসব জুয়ার বোর্ডের স্থিরচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন। এতে এ ছবি ফেসবুকে ভাইরাল এবং ব্যপক সমালোচনার ঝড় উঠে।
এ বিষয়ে ইউ’পি সদস্য আলমগীর হোসেন বলেন, সোমবার আমি মেলায় ঘুরতে গিয়েছিলাম কৌতুহলবসত জুয়া বোর্ডের সামনে বসি। আমার মানসম্মান হেয় করার জন্য আমার প্রতিপক্ষরা ছবি তুলে ফেসবুকে ভাইরাল করেছে।