ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহাকাব্যিক যুদ্ধে ম্যান সিটিকে হারিয়ে সেমিতে টটেনহ্যাম

খেলাধূলা ডেস্কঃ

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে টটেনহ্যামকে আতিথ্য দিচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ১-০ গোলে হেরে আসা ম্যান সিটি ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটের মাথায় এগিয়েও যায়। অথচ ম্যাচের বয়স ১০ মিনিট গড়াতে না গড়াতেই পরিস্থিতি এমন যে, সেমিফাইনালে যেতে হলে ম্যান সিটিকে প্রতিপক্ষের জালে বল জড়াতে হবে আরো তিনবার! ইতোমধ্যেই টটেনহ্যাম ফরোয়ার্ড সন হং মিন ম্যান সিটির জালে দুইবার বল পাঠিয়েছেন। এতে দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ১-৩। ম্যান সিটি দুই গোল দিতে সক্ষম হলে গোল ব্যবধান সমান হবে, কিন্তু অ্যাওয়ে গোলে সেমি ফাইনালে চলে যাবে টটেনহ্যাম। সেই কঠিন শর্ত সহজে পূরণ করেও শেষরক্ষা হয়নি পেপ গার্দিওয়ালার শিষ্যদের! শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের সুবাদেই সেমি ফাইনালের টিকিট স্পার্সদের হাতে।

অবশ্য অস্বস্তিটা দীর্ঘ করতে দেননি বার্নাদো সিলভা। ম্যাচের ১১ মিনিটে গোল করে ব্যবধান কমান তিনি। এর ১০ মিনিট পর রাহিম স্টার্লিং নিজের দ্বিতীয় গোলের দেখা পেলে দুই দলের গোল ব্যবধান ৩-৩ হয়। যদিও অ্যাওয়ে গোলের সুবাদে এগিয়ে থাকেই টটেনহ্যামই। সেমি ফাইনালের টিকিট পেতে আরেকটি গোলের জন্য মরিয়া ম্যান সিটির সেই চাহিদাও পূরণ করেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সার্জিও এগুয়েরো। ৫৯ মিনিটে নান্দনিক শটে দলকে এনে দেন কাঙ্ক্ষিত সেই গোল। সুস্পষ্ট ব্যবধানে তখন এগিয়ে ম্যান সিটি।

নাটক এখানেই শেষ নয়। ভাগ্যবিধাতা তখনও কলকাঠি নেড়ে চলেছেন ম্যাচের। নাটকের শেষ দৃশ্যটা গেল টটেনহ্যামের পক্ষেই। ৭৩ মিনিটে ফার্নান্দো লিওরেন্তের গোলে দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৪ হলেও এগিয়ে যায় টটেনহ্যাম। এরপর কলমের কালি শেষ হয় নাট্যকারের। সেই সাথে ভেঙে যায় পেপ গার্দিওয়ালার শিষ্যদের চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন।

মহাকাব্যিক যুদ্ধে ম্যান সিটিকে হারিয়ে সেমিতে টটেনহ্যাম

গতরাতের অন্য ম্যাচে পোর্তোকে উড়িয়ে সেমি ফাইনালের টিকিট পেয়েছে লিভারপুল। এর আগে সেমি ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সেমিতে বার্সেলোনার মুখোমুখি হবে লিভারপুল এবং টটেনহ্যামকে মোকাবেলা করবে তরুণ প্রতিভাবান খেলোয়াড়ে ঠাসা আয়াক্স।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদ, বিমানবন্দরে লাখো মানুষের ঢল

মহাকাব্যিক যুদ্ধে ম্যান সিটিকে হারিয়ে সেমিতে টটেনহ্যাম

আপডেট সময় ১২:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
খেলাধূলা ডেস্কঃ

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে টটেনহ্যামকে আতিথ্য দিচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ১-০ গোলে হেরে আসা ম্যান সিটি ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটের মাথায় এগিয়েও যায়। অথচ ম্যাচের বয়স ১০ মিনিট গড়াতে না গড়াতেই পরিস্থিতি এমন যে, সেমিফাইনালে যেতে হলে ম্যান সিটিকে প্রতিপক্ষের জালে বল জড়াতে হবে আরো তিনবার! ইতোমধ্যেই টটেনহ্যাম ফরোয়ার্ড সন হং মিন ম্যান সিটির জালে দুইবার বল পাঠিয়েছেন। এতে দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ১-৩। ম্যান সিটি দুই গোল দিতে সক্ষম হলে গোল ব্যবধান সমান হবে, কিন্তু অ্যাওয়ে গোলে সেমি ফাইনালে চলে যাবে টটেনহ্যাম। সেই কঠিন শর্ত সহজে পূরণ করেও শেষরক্ষা হয়নি পেপ গার্দিওয়ালার শিষ্যদের! শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের সুবাদেই সেমি ফাইনালের টিকিট স্পার্সদের হাতে।

অবশ্য অস্বস্তিটা দীর্ঘ করতে দেননি বার্নাদো সিলভা। ম্যাচের ১১ মিনিটে গোল করে ব্যবধান কমান তিনি। এর ১০ মিনিট পর রাহিম স্টার্লিং নিজের দ্বিতীয় গোলের দেখা পেলে দুই দলের গোল ব্যবধান ৩-৩ হয়। যদিও অ্যাওয়ে গোলের সুবাদে এগিয়ে থাকেই টটেনহ্যামই। সেমি ফাইনালের টিকিট পেতে আরেকটি গোলের জন্য মরিয়া ম্যান সিটির সেই চাহিদাও পূরণ করেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সার্জিও এগুয়েরো। ৫৯ মিনিটে নান্দনিক শটে দলকে এনে দেন কাঙ্ক্ষিত সেই গোল। সুস্পষ্ট ব্যবধানে তখন এগিয়ে ম্যান সিটি।

নাটক এখানেই শেষ নয়। ভাগ্যবিধাতা তখনও কলকাঠি নেড়ে চলেছেন ম্যাচের। নাটকের শেষ দৃশ্যটা গেল টটেনহ্যামের পক্ষেই। ৭৩ মিনিটে ফার্নান্দো লিওরেন্তের গোলে দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৪ হলেও এগিয়ে যায় টটেনহ্যাম। এরপর কলমের কালি শেষ হয় নাট্যকারের। সেই সাথে ভেঙে যায় পেপ গার্দিওয়ালার শিষ্যদের চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন।

মহাকাব্যিক যুদ্ধে ম্যান সিটিকে হারিয়ে সেমিতে টটেনহ্যাম

গতরাতের অন্য ম্যাচে পোর্তোকে উড়িয়ে সেমি ফাইনালের টিকিট পেয়েছে লিভারপুল। এর আগে সেমি ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সেমিতে বার্সেলোনার মুখোমুখি হবে লিভারপুল এবং টটেনহ্যামকে মোকাবেলা করবে তরুণ প্রতিভাবান খেলোয়াড়ে ঠাসা আয়াক্স।