ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তির একদিনের মধ্যেই অনলাইনে ‘কলঙ্ক’ ফাঁস!

বিনোদন ডেস্কঃ

এইচবিওর সিরিজ ‘গেম অফ থ্রোনস সিজন ৮’ এর প্রথম এপিসোড, ‘হেলবয়’, ‘পেট সেমেট্রি’র মতো হেভিওয়েট হলিউডি ছবিও অনলাইনে ফাঁস করেছিল ‘তামিলরকার্স’। বাদ যায়নি সদ্য মুক্তি পাওয়া বলিউডি ছবি ‘গাল্লি বয়’, ‘থাগস অফ হিন্দোস্তান’, ‘কেশরি’! তালিকায় রয়েছে জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পেট্টা’, ‘বিশ্বাসম’ ও!

এর আগে পাইরেসি যাতে বন্ধ করা যায় সেজন্য রজনীকান্তের ব্লকবাস্টার ছবি ‘২.০’ ফাঁস হওয়ার পর ছবির নির্মাতারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু কোনও কিছুই দমাতে পারেনি তামিলরকার্সকে।

পরিচালক ও নির্মাতাদের কাছে সবসময় বড় আশঙ্কার কারণ পাইরেসির খপ্পরে পড়া। অনলাইনে ছবি দেখা গেলে তারাই সব থেকে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সম্প্রতি এই বেআইনিভাবে অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে!

প্রসঙ্গত, পাইরেসির বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও বারংবার এই ঘটনা ঘটছে। ১৯৫৭ সালের কপিরাইট আইন সারাদেশেই প্রযোজ্য। এই আইন অনুযায়ী, কেউ অপরাধী সাব্যস্ত হলে ৬ মাস থেকে তিন বছর পর্যন্ত কারাবাস হতে পারে। জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

মুক্তির একদিনের মধ্যেই অনলাইনে ‘কলঙ্ক’ ফাঁস!

আপডেট সময় ১২:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
বিনোদন ডেস্কঃ

এইচবিওর সিরিজ ‘গেম অফ থ্রোনস সিজন ৮’ এর প্রথম এপিসোড, ‘হেলবয়’, ‘পেট সেমেট্রি’র মতো হেভিওয়েট হলিউডি ছবিও অনলাইনে ফাঁস করেছিল ‘তামিলরকার্স’। বাদ যায়নি সদ্য মুক্তি পাওয়া বলিউডি ছবি ‘গাল্লি বয়’, ‘থাগস অফ হিন্দোস্তান’, ‘কেশরি’! তালিকায় রয়েছে জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পেট্টা’, ‘বিশ্বাসম’ ও!

এর আগে পাইরেসি যাতে বন্ধ করা যায় সেজন্য রজনীকান্তের ব্লকবাস্টার ছবি ‘২.০’ ফাঁস হওয়ার পর ছবির নির্মাতারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু কোনও কিছুই দমাতে পারেনি তামিলরকার্সকে।

পরিচালক ও নির্মাতাদের কাছে সবসময় বড় আশঙ্কার কারণ পাইরেসির খপ্পরে পড়া। অনলাইনে ছবি দেখা গেলে তারাই সব থেকে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সম্প্রতি এই বেআইনিভাবে অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে!

প্রসঙ্গত, পাইরেসির বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও বারংবার এই ঘটনা ঘটছে। ১৯৫৭ সালের কপিরাইট আইন সারাদেশেই প্রযোজ্য। এই আইন অনুযায়ী, কেউ অপরাধী সাব্যস্ত হলে ৬ মাস থেকে তিন বছর পর্যন্ত কারাবাস হতে পারে। জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।