জাতীয় ডেস্ক রির্পোটঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌরসভার হাজামপাড়া এলাকায় মায়ের মারধরে পাঁচ বয়সী শিশু জান্নাতি খাতুনের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতি খাতুন ওই এলাকার বকুল হোসেনের মেয়ে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে মা আলেয়া বেগম মেয়েকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলেন। মেয়ে ভাত না খাওয়ায় তাকে মারধর করেন মা আলেয়া বেগম। এতে গুরুতর অসুস্থ হয়ে গেলে নেয়া হয় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা আলেয়া বেগমকে আটক করেছে পুলিশ।