জাতীয় ডেস্কঃ
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সভাপতি ফখরল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার অংশ নেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে চোখের চিকিৎসা করতে গেছেন, তিনি যেতেই পারেন। কিন্তু খালেদা জিয়ার দুটো চোখে অস্ত্রোপচার হয়েছে এখন ভয়াবহ জটিলতা দেখা দিলে তার পছন্দমতো সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে রাখা হয়েছে কারাগারের এমন একটি কক্ষে যেখানে বালু ও সুরকী সারাক্ষণ তার চোখে পড়ে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশবাসীকে ফেলে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে চোখের চিকিৎসা করাতে গেছেন, এতে সুষ্পষ্টভাবে প্রমাণিত হয় প্রধানমন্ত্রী জনগণের ভালমন্দকে তোয়াক্কা করেন না, কারণ তিনি এবং তার সরকার জনগণের ভোটে নির্বাচিত নন।
রিজভীর অভিযোগ, ‘জনকল্যাণ নয় বরং দেশে কিংবা বিদেশে যে কোন অনুষ্ঠানেই বেগম জিয়া এবং তারেক রহমানকে নিযে কুৎসা রটনাই এখন প্রধানমন্ত্রীর মূখ্য কর্মে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ যখন গর্জে উঠবে তখন এই জনবিচ্ছিন্ন সরকার পালাবার রাস্তা খুঁজে পাবে না, আর সেই ক্ষণ আসতে আর বেশি দেরি নেই।’