মো: সুমন সরকারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী, ১৭টি মাদক মামলা ও ৫ মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী আবু হানিফ(৪৫) কে ৬’শ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খানে পাড়া এলাকা থেকে তাকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার রামচন্দ্রপুর খানে পাড়া এলাকার মৃত জমির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার র্শীষ মাদক ব্যবসায়ী আবু হানিফের বাড়িতে একটি মাদকের চালান অসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই এনামুলের নেতৃত্বে এক দল পুলিশ ওই বাড়িতে অভিযান চালয়। পুলিশের অবস্থান টের পেয়ে হানিফ পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে ছয় শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আবু হানিফ উপজেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে ৫টি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। তার বিরুদ্ধে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় ১৭ টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।