বিনোদন ডেস্কঃ
নির্মাতা নিতিন কাক্কারের পারিবারিক কমেডি গল্পের নতুন হিন্দি ছবি ‘জাওয়ানি জানেমান’। এ ছবিতে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন বলিউড অভিনেত্রী টাবু। এই সিনেমার মধ্য দিয়ে ২০ বছর পর সাইফ আলী খানের সঙ্গে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি।
এর আগে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত দর্শক নন্দিত সিনেমা ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘বিবি নাম্বার ওয়ান’-এ শেষবার সাইফ-টাবুকে একসঙ্গে দেখা যায়। এবার দুই দশক পর ফের একই সিনেমায় অভিনয় করবেন তারা।
দীর্ঘদিন পর টাবুর সঙ্গে কাজ করার সুযোগ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাইফ আলী খান। তিনি বলেন, টাবু অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। তার চরিত্রটি খুব মজার। সিনেমাটিতে সে অভিনয় করতে রাজী হওয়ায় আমি খুব আনন্দিত।’
‘জাওয়ানি জানেমান’ সিনেমায় বলিউড অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালার অভিষেক ঘটতে যাচ্ছে। জুন মাসে লন্ডনে সিনেমাটির প্রথম ধাপে ৪৫ দিনের শুটিং শুরু হবে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন সাইফ আলী খান নিজেই।