মো: নাজিম উদ্দিনঃ
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নার্সিং সপারভাইজার ইদ্রিস মিয়া সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনুর বশীর।
মেডিক্যাল টেকনোলজিষ্ট ইপিআই নিজাম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র ষ্টাফনার্স সাইফুল ইসলাম মুন্সী,পরিবার কল্যান সহকারী মোর্শেদা আক্তার।
অন্যান্যের মাঝে আরো স্বাস্থ্য পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহ আলমসহ সকল নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।