বিনোদন ডেস্কঃ
মাত্র ৭ বছর বয়স তার। কিন্তু গ্ল্যামার আর স্টাইলিংয়ে বড়দের থেকে কিছু কম যায় না ঐশ্বর্য ও অভিষেকের মেয়ে আরাধ্যা বচ্চন। আর যে মেয়ের মায়ের নাম ঐশ্বর্য রাই বচ্চন, তার রক্তে যে নাচের বোল মিশে থাকবেই সে তো চোখ বন্ধ করেও বলে দেওয়া যায়।
সম্প্রতি Shiamak Davar’s Summer Funk show-তে পারফর্ম করল আরাধ্যা। গোটা পরিবারই গিয়েছিল তাঁর নাচ দেখতে। মা-বাবা তো ছিলেনই। ছিলেন দিদা বৃন্দা রাই, ঠাকুমা জয়া বচ্চন, পিসি শ্বেতা নন্দাও। পিঙ্ক গ্লিটারি ড্রেসে সেজেছিল ছোট্ট আরাধ্যা।
ড্রেসের সঙ্গে ছিল মানানসই একটি ডেনিম জ্যাকেট, মাথায় ছিল পিঙ্ক বো আর পায়ে ট্রেন্ডি স্নিকার্স। মঞ্চে কোনও আড়ষ্ঠতা নেই বচ্চন পরিবারের এই খুদে সদস্যার। তাই মঞ্চে উঠেই কাঁপিয়ে দিল সে।