বিনোদন ডেস্কঃ
প্রতিবছর ঈদে নাটক প্রচারের সংখ্যা বাড়তে থাকে। টেলিভিশনে নাটক নির্মাণের পাশাপাশি বর্তমানে ইউটিউবের জন্যও নির্মিত হচ্ছে অনেক নাটক। ঠিক যেন প্রতিযোগিতার হারে বাড়ছে এই নাটক সংখ্যা। প্রতিটি চ্যানেলে একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক মিলিয়ে ৩০-৪০টি নাটক প্রচার হয়। এবারের ঈদে সংখ্যাটা এমন।
অন্যদিকে চঞ্চল চৌধুরীকে নিয়ে সাম্প্রতিক আলোচনায় বড়পর্দা হলেও ছোটপর্দাতেও নিয়মিত তিনি। দুই পর্দাতেই তাঁর অভিনয়ের মুন্সিয়ানায় মুগ্ধ দর্শক। এবার ঈদে তাঁর প্রায় ২০টি নাটক প্রচার হবে। যার মধ্যে ৭টি ৭ পর্বের ধারাবাহিক নাটক রয়েছে। চঞ্চলকে প্রায় চেনা নির্মাতাদের গণ্ডিতে কাজ করতে দেখা যায়। তবে এবারের নাটকগুলো কয়েকজন নির্মাতার নির্মাণ।
বাংলা নাটকে দীর্ঘদিন নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন সেই তালিকায় অন্যতম জাহিদ হাসান। তাঁর ‘আরমান ভাই’-এর মতো বেশ কয়েকটি সিগনেচার নামও রয়েছে। এবার ঈদে তাঁর প্রচারের অপেক্ষায় থাকা নাটকের সংখ্যাটাও বেশ লম্বা। এবারের কাজগুলো নিয়ে গণমাধ্যমে বেশ সন্তুষ্টির কথা জানিয়েছেন। নাটকগুলোর গল্পে দর্শকরা ভিন্নতা খুঁজে পাবেন।
টিভি নাটকের রোমান্টিক হিরো হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই পরিচিত জিয়াউল হক অপূর্ব। এখনো রোমান্টিক নাটকের জন্য জনপ্রিয় তিনি। এর বাইরে খুব একটা দেখা যায়নি তাঁকে। এবার ঈদেও বেশ কয়েকটি রোমান্টিক নাটকে দেখা যাবে এই অভিনেতাকে।
গত কয়েক বছরের ঈদে অপূর্বর পাশাপাশি যিনি রোমান্টিক নাটকে জনপ্রিয়তা পেয়েছেন তিনি আফরান নিশো। ঈদ ছাড়াও বিভিন্ন সময় নাটকের ব্যস্ততার কোনো কমতি থাকে না তাঁর। এবার ঈদে তাঁর বেশিরভাগ নাটক রোমান্টিক ঘরানার। তবে নিশো জানান, এবার ভিন্ন ঘরানার বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তাঁকে।