মো. নাজিম উদ্দিনঃ
কুমিল্লার মুরাদনগরে এতিম ও পবিত্র কোরআনে হাফেজ বালকদের সাথে ইফতার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার উপজেলার গুঞ্জর আদর্শ শিশু সদনের ৬০জন এতিম ও হাফেজদের নিয়ে এই ইফতারের আয়োজন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন।
এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহমেদ নাহিদ, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য শরিফ খান, বায়জিদ, হাফিজ খান, রাজিব আহম্মেদ।
যাত্রাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক, সাধারণ সম্পাদক সাইদুল, এতিমখানার হাফেজ শাহ পরান প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিনের সদ্য প্রয়াত ছোট বোন মানছুরা আক্তার পান্নার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।