অন্তর্জাতিক ডেস্কঃ
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে বুধবার অপরাধী চক্রের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়েছে। আঞ্চলিক প্রসিকিউটরস দপ্তর এ কথা জানায়। খবর এএফপির।
ওই দপ্তর জানায়, উরুসাপান পৌরসভার পার্শ্ববর্তী অ্যারোয়ো কলোরাডোর কাছে তাদের মধ্যে এ ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়। এতে প্রাথমিকভাবে ১০ জন নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনাস্থল থেকে সামরিক-ধাচের বিভিন্ন অস্ত্র, বিস্ফোরক ও বুলেটের খোসা উদ্ধার করে।
মিচোয়াকান রাজ্য দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা করায় সেখানে ছয় বছর আগে আত্ম প্রতিরক্ষামূলক বিভিন্ন গ্রুপের সংখ্যা বৃদ্ধি পায় এবং ২০১৪ সালে এ রাজ্যে সেনা মোতায়েন করা হয়।
মেক্সিকোর মাদক চোরা-কারবারীদের দমনে ২০০৬ সালে সরকার সৈন্য মোতায়ের পর থেকেই দেশটিতে সহিংসতা ব্যাপক বেড়ে যায়। তখন থেকে সরকারি বাহিনী এবং বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়।