জাতীয় ডেস্কঃ
দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ আলম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার ভোরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঠালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোঃ আলম বিরল উপজেলার কামদেবপুর গ্রামের মোশাহাক আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রবিবার ভোরে মোঃ আলম ধর্মজৈন এলাকার সীমান্ত ঘেষা পিলার নং ২০/১০এস মহাতলা নামক স্থানে রাস্তা দিয়ে নিজ বাড়িতে আসার সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তিনি গরু ব্যবসায়ী বলে জানান এলাকাবাসী।
দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী নাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার রাতে বিএসএফের গুলিতে আলম হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।