তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
এক যুগের বেশি সময় ধরে চালানো এক গবেষণা শেষে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আমাদের এই ছায়াপথে রয়েছে পৃথিবীর সমান আরো ১৮টি গ্রহ। আর পৃথিবীর চেয়ে ছোট আকারের গ্রহের সংখ্যা কয়েকশ পর্যন্ত হতে পারে বলে তাদের ধারণা। নাসার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগের অনেক গবেষণায় এই ১৮টি গ্রহের কথা সেইভাবে জানা না গেলেও কেপলার মহাকাশ যানের পাঠানো তথ্য উপাত্ত থেকে তাদের সম্পর্কে এই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এই ১৮টি গ্রহের বেশিরভাগই আকারে পৃথিবীর কাছাকাছি। এই ১৮টি গ্রহের মধ্যে একটি গ্রহ এমন একটি অরবিটে রয়েছে যেটি জীবন-বান্ধব। অর্থাত্ ঐ অরবিটে বাস করা গ্রহটিতে মিলতে পারে প্রাণের সন্ধান।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে অবস্থিত নাসার এক্সোপ্ল্যানেট সাইন্স প্রকল্পে কাজ করা বিজ্ঞানী জেসি ক্রিশ্চিয়ানসে বলেন, আমি এই তথ্যে মোটেও বিস্মিত নই, তবে বেশি উত্তেজিত। নতুন নতুন তথ্যের সমন্বয় ঘটার কারণে বিজ্ঞানীরা আগের থেকে বেশি সাফল্য দেখাতে পারছেন। আগে যেসব গ্রহ বিজ্ঞানীদের কাছে অজানা ছিল সেগুলো সম্পর্কেও জানা যাচ্ছে। এসব গ্রহ থেকে যে পরিমাণ আলোর উজ্জ্বল্য কেপলার মহাকাশযান ধরতে পেরেছে তা বিশ্লেষণ করে তারা গ্রহের আকার এবং অরবিটের প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করেছেন। এমন কি ঐ গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা-ও তারা অনুমান করার চেষ্টা করেন এটি আলোর প্রকৃতি বিশ্লেষণ করে।-ন্যাশনাল জিওগ্রাফিক