বিনোদন ডেস্কঃ
কিছুদিন আগে তুরস্কের ইস্তান্বুলে শুটিং হয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমার দু’টি গানের। বৃহস্পতিবার রাতে ‘পাগল মন’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ২৪ ঘণ্টা পার না হতেই গানটির ইউটিউবে ভিউ ছাড়িয়েছে সাড়ে ১৬ লাখের বেশি।
৪ মিনিট ৪ সেকেন্ডের গানটিতে শাকিব ও বুবলীকে নানন্দিকভাবে উপস্থাপনা করা হয়েছে। গায়কীর সঙ্গে সঙ্গে লোকেশনের বৈচিত্রে ভিন্ন আমেজ তৈরি করেছে ‘পাগল মন’।
মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন ও অমিত হাসানসহ অনেকে। ঈদে সিনেমাটি শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।