অন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশের একটি সরকারি ভবনে শুক্রবার অতর্কিতে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন। খবর বিবিসির।
সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৪ টা নাগাদ ভার্জিনিয়া বিচ শহরের পৌর ভবনে এ হামলার ঘটনা ঘটে।
ভার্জিনিয়ার পুলিশ প্রধান জেমস কারভেরা বলেন, হামলাকারী ওই ভবনে ঢুকে নির্বিচারে গুলি ছুঁড়ে।
তিনি আরো বলেন, এরপর একপর্যায়ে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে ওই হামলাকারীর ‘দীর্ঘক্ষণ’ লড়াই চলে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই হামলাকারী গুলিবিদ্ধ হয়। এর পর হাসপাতালে ওই হামলাকারীকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ।
দেশটির পুলিশ ধারণা করছে, বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে।
ভার্জিনিয়া বিচ শহরের মেয়র ববি দায়ের এই ঘটনাকে ভার্জিনিয়ার ইতিহাসে সবচেয়ে ‘বিধ্বংসী’ বলে উল্লেখ করেছেন।
দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।তথ্য সূত্র: বিবিসি, রয়টার্স, সিএনএন।