ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কাজ তো করেই ফেলেছেন, এখন খালেদা জিয়াকে কারামুক্তি দেন: মোশাররফ

জাতীয় ডেস্কঃ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘মানবিক কারণে খালেদা জিয়াকে এখন মুক্তি দিন। আর তো জেলে রাখার দরকার নেই। যে উদ্দেশ্যে জেলে রেখেছিলেন তা-তো করেই ফেলেছেন। আপনাদের কাজ তো আপনারা করেই ফেলেছেন। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বন্দি রেখে ভোট ছাড়াই তো ক্ষমতা দখল করেছেন। এখন ঈদের আগেই বেগম জিয়াকে মুক্তি দিন। তা না হলে জনগণ যখন বিক্ষোভ করবে তখন কিন্তু এক মুহূর্তও টিকতে পারবেন না।’ শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয় দলের আয়োজনে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের নাম অনেক জায়গা থেকে মুছে দেওয়া হয়েছে। কিন্তু তাকে মানুষের মন থেকে মুছে দেওয়া সম্ভব হয়নি। কারণ এদেশের মানুষ এখনও সংঘবদ্ধ। এটা বুঝতে পেরেই একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করেছে। এটাইতো প্রমাণ করে শহীদ জিয়ার দল বিএনপি মানুষের কাছে কতটা জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তাকে ভয় পেয়েই বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করেছে আওয়ামী লীগ সরকার।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আইনি লড়াইয়ে খালেদা জিয়ার মুক্তি হবে না। যার প্রমাণ প্রধানমন্ত্রী দিয়েছেন। সম্প্রতি লন্ডনে প্রধানমন্ত্রী উনার বক্তব্যে বলেছেন, তারেককে লাফালাফি করতে নিষেধ না করলে তার মা কোনও দিন কারাগার থেকে মুক্তি পাবে না। এতেই বোঝা যায়, দেশের আইন-আদালতও এখন সরকারের কাছে জিম্মি। মনে যেন, প্রধানমন্ত্রী যেদিন চাইবেন সেই দিনই খালেদা জিয়া মুক্তি পাবেন।’

সংগঠনের চেয়ারম্যান অ্যাড. সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরের ৭ শহীদ পরিবারের মাঝে রমজানের উপহার পাঠালেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

কাজ তো করেই ফেলেছেন, এখন খালেদা জিয়াকে কারামুক্তি দেন: মোশাররফ

আপডেট সময় ০১:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
জাতীয় ডেস্কঃ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘মানবিক কারণে খালেদা জিয়াকে এখন মুক্তি দিন। আর তো জেলে রাখার দরকার নেই। যে উদ্দেশ্যে জেলে রেখেছিলেন তা-তো করেই ফেলেছেন। আপনাদের কাজ তো আপনারা করেই ফেলেছেন। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বন্দি রেখে ভোট ছাড়াই তো ক্ষমতা দখল করেছেন। এখন ঈদের আগেই বেগম জিয়াকে মুক্তি দিন। তা না হলে জনগণ যখন বিক্ষোভ করবে তখন কিন্তু এক মুহূর্তও টিকতে পারবেন না।’ শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয় দলের আয়োজনে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের নাম অনেক জায়গা থেকে মুছে দেওয়া হয়েছে। কিন্তু তাকে মানুষের মন থেকে মুছে দেওয়া সম্ভব হয়নি। কারণ এদেশের মানুষ এখনও সংঘবদ্ধ। এটা বুঝতে পেরেই একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করেছে। এটাইতো প্রমাণ করে শহীদ জিয়ার দল বিএনপি মানুষের কাছে কতটা জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তাকে ভয় পেয়েই বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করেছে আওয়ামী লীগ সরকার।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আইনি লড়াইয়ে খালেদা জিয়ার মুক্তি হবে না। যার প্রমাণ প্রধানমন্ত্রী দিয়েছেন। সম্প্রতি লন্ডনে প্রধানমন্ত্রী উনার বক্তব্যে বলেছেন, তারেককে লাফালাফি করতে নিষেধ না করলে তার মা কোনও দিন কারাগার থেকে মুক্তি পাবে না। এতেই বোঝা যায়, দেশের আইন-আদালতও এখন সরকারের কাছে জিম্মি। মনে যেন, প্রধানমন্ত্রী যেদিন চাইবেন সেই দিনই খালেদা জিয়া মুক্তি পাবেন।’

সংগঠনের চেয়ারম্যান অ্যাড. সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।