অন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ার রাকা শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে রাকা শহরের আন-নায়িম চত্বরে এসডিএফের একটি চেক পয়েন্টের কাছে এ বিস্ফোরণ ঘটে।
হামলায় নিহতদের মধ্যে ৫ জন বেসামরিক লোক ও অপর ৫ জন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) পাঁচ সদস্য রয়েছেন।
এছাড়া খবরে বলা হয়েছে, রাকা শহরের অন্য একটি অংশেও আরেকটি গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এর ফলে বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি লন্ডন ভিত্তিক সংগঠন জানিয়েছে দু’টি হামলার সঙ্গেই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জড়িত।
রাকা শহরটি এক সময় সিরিয়ায় আইএসের রাজধানী হিসেবে পরিচিত ছিল। ২০১৭ সাল থেকে এসডিএফ ওই শহর নিয়ন্ত্রণ করছে।