মো: সুমন সরকারঃ
কুমিল্লার মুরাদনগরে শেষ সময়ে জমে উটেছে ঈদের কেনাকাটা। সর্বস্তরের মানুষের পদচারণায় উপজেলার বৃহত্তম কোম্পানীগঞ্জ বদিউল আলম সুপার মাকের্টের ভেতরে সর্বত্র মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদ ঘনিয়ে আসছে বলে ভিড়ের মাত্রা বেড়েছে বলে জানিয়েছে বিক্রেতারাসহ মার্কেটে আসা ক্রেতারা।
শুধুমাত্র মুরাদনগর নয়, উপজেলার আশপাশের দেবিদ্বার, তিতাঁস, হোমনা, বুড়িচং, ব্রাহ্মনপাড়া এমনকি ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর এবং কসবা থেকে অনেকে পরিবার নিয়ে এসেছেন ঈদের কেনাকাটা করতে। মু
রাদনগরের বাইরের মানুষদের পদচারণাই বেশি লক্ষ্য করা গেছে। কড়া রোদের তাপদাহ না থাকায় কিছুটা স্বস্তি নিয়ে মার্কেটে ঘুরতে দেখা গেছে ক্রেতাদের। মার্কেটের বাইরের পরিস্থিতির সঙ্গে ভেতরের পরিস্থিতির কিছুটা ভিন্নতা দেখা গেছে। ভেতরে কোথাও অনেক ভিড় আবার কোথাও একেবারে চাপ কম লক্ষ্য করা গেছে। এর কারণ হিসেবে চায়না ফ্যাশানের বিক্রেতা জাহিদুর রহমান এবং ওকে ফ্যাশানের বিক্রেতা বেলাল খাঁন বাহাদুর যুগান্তরকে বলেন, মার্কেটে কিছু দোকান রয়েছে সেই দোকানগুলোতে ঈদের স্পেশাল কালেকশন রয়েছে তাই সেসব দোকানগুলোতে অন্য দোকানের তুলনায় কিছুটা ভিড়।
গত কয়েকদিনের তুলনায় মার্কেটে আজ মানুষের সমাগম বেশি। সাধ্যের মধ্যে দাম থাকায় প্রিয়জনসহ পরিবারের সকলের জন্য পোশাক কিনছেন এ মার্কেট থেকে।
তবে অন্যান্য দিনের চেয়ে গত শুক্রবারের চাপ একটু বেশি ছিলো। তবে ঈদ যত ঘনিয়ে আসবে চাপ তত বাড়বে। মার্কেটে নারীদের পোশাক সামগ্রী শাড়ি, থ্রি-পিস, শিশুদের পোশাক, থান কাপড়ের দোকান, ব্যাগ, স্যান্ডেল-জুতা, শিশুদের খেলনাসহ ঘর সাজানোর বিভিন্ন পণ্যসহ নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্যের সমাহার রয়েছে। দর্জির দোকানগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়।