অন্তর্জাতিক ডেস্কঃ
১৩ আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিমানে ৮ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এএন-৩২ বিমানটি আসামের জোরহাট থেকে বেলা ১২.২৪টার সময় ১৩ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। ওড়ার পরই নিখোঁজ হয়ে যায় বিমানটি।
ফার্স্ট পোস্টের খবরে বলা হয়েছে, নিখোঁজ বিমানটির সঙ্গে সর্বশেষ দুপুর ১ টা নাগাদ একবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। বিমানটি অরুণাচল প্রদেশের মেচুকায় অবতরণের কথা ছিল।
ইতিমধ্যে বিমানটির খোঁজে ভারতীয় বিমানবাহিনীর সুখোই ৩০ ও সি-১৩০ স্পেশাল অপারেশন এয়ারক্রাফ্ট নিয়োজিত করা হয়েছে।