মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিসাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিসাত উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের তালগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
নিহতের প্রতিবেশী তৌহিদ উল্যাহ জানান, কারণদীঘির পাড়ে শনিবার কয়েকজন শিশুসহ নিসাত পাখির বাসা ভাঙতে যায়। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার শেষে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক নিসাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় নিসাতের মৃত্যু হয়।