কুমিল্লা প্রতিনিধিঃ
নিরাপত্তার কারণ দেখিয়ে ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়নি ইপিজেডের নিরাপত্তা কর্মীরা। ওই কারখানায় কাপড়ের বকরম তৈরী করা হতো।
কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানান, সকাল ৮টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে কুমিল্লা সদর, চৌদ্দগ্রাম, চৌয়ারাবাজার ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আগুনে ভেতরে কি পরিমাণ মালামাল ও কিংবা মেশিনপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।
ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমএ আজিজ জানান, খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে ইপিজেডে প্রবেশের সকল গেটে পুলিশ মোতায়েন করা হয়, সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল রাতে কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলস লি. আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।