ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইএসে যোগ দেয়া নাগরিকদের খুঁজে পাচ্ছে না জার্মানি

আন্তর্জাতিক ডেস্কঃ
২০১৩ সালের পর অন্তত ১০০০ জন জার্মান নাগরিক ‘ইসলামিক স্টেটে’ যোগ দেয়ার জন্য মধ্যপ্রাচ্যে গিয়েছেন৷ এর এক তৃতীয়াংশ পরবর্তীতে জার্মানিতে ফেরত এসেছেন, অনেকে যুদ্ধে মারা গিয়েছেন৷কেউ জেলে ,বাকি অনেকের সন্ধান পাচ্ছে না জার্মানি৷খবর ডয়চে ভেলের।

জার্মানির ভেল্ট আম সনটাগ পত্রিকা জানিয়েছে, সিরিয়া ও ইরাক গিয়ে তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিয়েছেন, এমন ১৬০ জার্মান নাগরিককে খুঁজে পাচ্ছে না সরকার৷ ফ্রি ডেমোক্র্যাট পার্টি- এফডিপির আবেদনের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানিয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

মন্ত্রণালয় জানিয়েছে, জার্মান আইএস যোদ্ধাদের অনেকে যুদ্ধক্ষেত্রে মারা গিয়ে থাকতে পারেন, কিন্তু ‘কিছু ক্ষেত্রে কেউ কেউ পালিয়ে থাকতে বা নিখোঁজ হয়ে থাকতে পারেন৷’ তবে ‘ওয়ান্টেড তালিকা বা প্রবেশ নিষেধাজ্ঞার’ মতো ব্যবস্থা থাকায় কর্তৃপক্ষের নজর এড়িয়ে আইএস যোদ্ধাদের জার্মানিতে অবস্থান করা প্রায় অসম্ভব বলেও জানিয়েছে সরকার৷

এফডিপির মহাসচিব লিন্ডা টয়টেব্যার্গ ভেল্টকে জানিয়েছেন, ‘‘আইএসের হয়ে যুদ্ধ করে আসা জার্মান নাগরিকদের দেশে প্রবেশ ঠেকাতে বাড়তি কোনো উদ্যোগ নেই সরকারের৷”

এই আইএস যোদ্ধাদের বিচারের মুখোমুখি করতে কার্যকরী উগ্যোগ না নেয়ায় সরকারের সমালোচনা করেছেন টয়টেব্যার্গ৷ তিনি বলেন, ‘‘যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আটক সব জার্মান নাগরিক এবং জার্মানিতে ফেরত আসা দুই শতাধিক সাবেক আইএস সমর্থকের ক্ষেত্রেই এই কথা খাটে৷”

দেশের বাইরে সংগঠিত যুদ্ধাপরাধের তদন্ত ও বিচার করতে জার্মান সরকারকে আরো শক্তিশালী ভূমিকা নেয়ার আহ্বানও জানিয়েছেন এই এফডিপি নেতা৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

আইএসে যোগ দেয়া নাগরিকদের খুঁজে পাচ্ছে না জার্মানি

আপডেট সময় ০২:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
আন্তর্জাতিক ডেস্কঃ
২০১৩ সালের পর অন্তত ১০০০ জন জার্মান নাগরিক ‘ইসলামিক স্টেটে’ যোগ দেয়ার জন্য মধ্যপ্রাচ্যে গিয়েছেন৷ এর এক তৃতীয়াংশ পরবর্তীতে জার্মানিতে ফেরত এসেছেন, অনেকে যুদ্ধে মারা গিয়েছেন৷কেউ জেলে ,বাকি অনেকের সন্ধান পাচ্ছে না জার্মানি৷খবর ডয়চে ভেলের।

জার্মানির ভেল্ট আম সনটাগ পত্রিকা জানিয়েছে, সিরিয়া ও ইরাক গিয়ে তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিয়েছেন, এমন ১৬০ জার্মান নাগরিককে খুঁজে পাচ্ছে না সরকার৷ ফ্রি ডেমোক্র্যাট পার্টি- এফডিপির আবেদনের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানিয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

মন্ত্রণালয় জানিয়েছে, জার্মান আইএস যোদ্ধাদের অনেকে যুদ্ধক্ষেত্রে মারা গিয়ে থাকতে পারেন, কিন্তু ‘কিছু ক্ষেত্রে কেউ কেউ পালিয়ে থাকতে বা নিখোঁজ হয়ে থাকতে পারেন৷’ তবে ‘ওয়ান্টেড তালিকা বা প্রবেশ নিষেধাজ্ঞার’ মতো ব্যবস্থা থাকায় কর্তৃপক্ষের নজর এড়িয়ে আইএস যোদ্ধাদের জার্মানিতে অবস্থান করা প্রায় অসম্ভব বলেও জানিয়েছে সরকার৷

এফডিপির মহাসচিব লিন্ডা টয়টেব্যার্গ ভেল্টকে জানিয়েছেন, ‘‘আইএসের হয়ে যুদ্ধ করে আসা জার্মান নাগরিকদের দেশে প্রবেশ ঠেকাতে বাড়তি কোনো উদ্যোগ নেই সরকারের৷”

এই আইএস যোদ্ধাদের বিচারের মুখোমুখি করতে কার্যকরী উগ্যোগ না নেয়ায় সরকারের সমালোচনা করেছেন টয়টেব্যার্গ৷ তিনি বলেন, ‘‘যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আটক সব জার্মান নাগরিক এবং জার্মানিতে ফেরত আসা দুই শতাধিক সাবেক আইএস সমর্থকের ক্ষেত্রেই এই কথা খাটে৷”

দেশের বাইরে সংগঠিত যুদ্ধাপরাধের তদন্ত ও বিচার করতে জার্মান সরকারকে আরো শক্তিশালী ভূমিকা নেয়ার আহ্বানও জানিয়েছেন এই এফডিপি নেতা৷