বিনোদন ডেস্কঃ
স্বামী নিক জোনাসের সঙ্গে বর্তমানে প্রেম-ভালোবাসার শহর প্যারিসে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে পাত্র প্রিয়াঙ্কার ভাশুর গায়ক জো জোনাস, পাত্রী ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার বিয়ের সাক্ষী হচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের চার হাত এক হলেও ফ্রান্সের রাজধানীতে হচ্ছে বড়সড় আয়োজন। সেখানে থাকছে একাধিক অনুষ্ঠানে। পাশাপাশি তারা উপভোগ করছেন শহরের সৌন্দর্য, ঘুরছেন দর্শনীয় স্থান।
সম্প্রতি ইনস্টাগ্রামে তেমন একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে ইয়টের ডকে দেখা যায় প্রিয়াঙ্কা, নিক, সোফি, জো-সহ অন্যদের। তবে বিপত্তি ঘটে বলিউডের নায়িকা তাল হারালে। একটু হলেই পা পিছলে সমুদ্রে পড়ে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। নিক জোনাস দ্রুতই তাকে জড়িয়ে ধরেন।
সেই ভিডিওটি প্রকাশের পরপরই অনলাইনে ভাইরাল হয়েছে। গত বছর আগস্টে প্রিয়াঙ্কা-নিকের বাগদান হয়। ডিসেম্বরে তারা হিন্দু ও খ্রিষ্টান রীতিতে বিয়ে করেন ভারতের যোধপুরের রাজকীয় প্রাসাদে।
সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘দ্য স্কাই ইন পিংক’ সিনেমায়। এর মাধ্যমে কয়েক বছরের বিরতি শেষে বলিউডে কামব্যাক করছেন তিনি। বিপরীতে আছেন ফারহান আখতার। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। এ ছাড়া দুটি হলিউড সিনেমায় অভিনয়ের কথা শোনা যাচ্ছে।