কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যক্তির লাশ ফেলে পালিয়ে গেছে অজ্ঞাত দুই ব্যক্তি।
শনিবার সকাল ৭টায় আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করায় কৌশলে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি।
প্রথমে মৃতের পরিচয় পাওয়া না গেলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার পরিচয় পাওয়া যায়।
নিহত মোঃ আবুল হোসেন ওরফে জুবায়ের (৩৫) বরিশালের জিহরা থানার মানন্দ্র গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তাবলিগ জামায়াতের সদস্য হিসেবে গত ২৮দিন যাবৎ সে তিতাসে অবস্থান করছেন।
তাবলিগ জামাতের আমির হাফেজ মোঃ আল আমিন জানান, মুসল্লিদের দিনের দাওয়াতের জন্য আমরা ১৮ জনের একটি দল গত ২৮দিন যাবৎ তিতাসের কালাইগোবিন্দপুর গ্রামের চকের বাড়ি জামে মসজিদে অবস্থান করছি। প্রতিদিনের মতো শনিবার ফজর নামাজ শেষে জুবায়ের মুসল্লিদের দিনের দাওয়াত দেওয়ার জন্য মাছিমপুর বাজারের দিকে রওনা হন। ফেজবুকে জুবায়ের ছবি ভাইরাল হলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি আমরা জানতে পারি। জুবায়ের বাড়ি বরিশাল হলেও সে দীর্ঘদিন যাবৎ স্ত্রী ও ৩ বছরের এক কন্যা সন্তান নিয়ে ঢাকার লালবাগ থানার কামরাঙ্গিরচরে বসবাস করছেন।
তিনি আরো জানান, জুবায়ের লাশ তিতাস থানায় রাখা হয়েছে, তার বাবা ও বড় ভাই আসার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবতর্ী ব্যবস্থা নেওয়া হবে বলে। বিকাল ৪টায় নিহতের স্বজনদের সম্মতিক্রমে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম জানান, নিহতের মাথার পেছনের দিকে ফেঁটে যাওয়া প্রচন্ড রক্ত ক্ষরণ হয়েছে। মূলত অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে সিএনজি অটোরিক্সা ধাক্কা মেরেছে। লোকটি মুমূর্ষ্যু অবস্থায় থাকায় সিএনজির চালকসহ দু’জনে তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করায় লাশ ফেলে ওই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
এদিকে উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ নূর নবী ও কড়িকান্দি উত্তরপাড়া, মধ্যপাড়া ও দক্ষিণপাড়া জামে মসজিদের ৩ ইমামের আর্থিক সহযোগিতায় নিহতের লাশ বরিশালে পাঠানো হয়।