অন্তর্জাতিক:
ভারতের উত্তর প্রদেশে বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। বাসটি উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে দিল্লি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চলার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর ড্রেনে পড়ে যায়। কবাসে মোট ৪৬ জন যাত্রী ছিলেন।
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা লাভ করে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।