অন্তর্জাতিক ডেস্ক:
স্পেন ও মরক্কোর মাঝামাঝি সাগর থেকে শনিবার সাব-সাহারা অঞ্চলের ১৪১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। স্পেনের নৌ উদ্ধারকারী দল একথা জানায়।
সূত্র মতে, আলবোরান সাগর থেকে ৮৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। ছিলেন। এরা দু’টি নৌকাতে ছিল। একটি নৌকা প্রায় ডুবেই যাচ্ছিল। ৮৬ জন অভিবাসীর মধ্যে ১৪ জন নারী ও ৩ শিশু ছিলেন।
উদ্ধারকারী দল ওই নৌকার যাত্রীদের পানি থেকে তুলে আনে এবং সকলকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া জিব্রাল্টার প্রণালী থেকে আরো ৫৫ জনকে উদ্ধার করা হয়।
চলতি বছরের শুরু থেকে সাগর পাড়ি দিয়ে প্রায় ১১ হাজার অভিবাসী স্পেনে এসে পৌঁছায়। এ সময়ে উত্তর আফ্রিকা থেকে সাগর পাড়ি দিতে গিয়ে ২০৩ জন প্রাণ হারায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বুধবার একথা জানায়।
সংস্থা আরো জানায়, একই সময়ে ভূমধ্যসাগরে উত্তর আফ্রিকা থেকে আসা ৬৮২ অভিবাসী হয় প্রাণ হারিয়েছে না হয় নিখোঁজ হয়েছে। এছাড়া ৩১ হাজার ৬শ অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে।