ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আসছে ‘লেডি কিলার টু’

বিনোদন ডেস্ক:

গেল রোজার ঈদে নুসরাত ইমরোজ তিশা ও তাহসান রহমান খানকে নিয়ে ‘লেডি কিলার’ নামে একটি নাটক নির্মাণ করেছিলেন মাবরুর রশিদ বান্নাহ। সেখানে লেডি কিলারের ভূমিকায় দেখা গিয়েছিল তিশাকে। তাহসান ছিলেন একজন সহজ-সরল যুবকের চরিত্রে। খুবই দর্শকপ্রিয়তা পেয়েছিল এ জুটির ‘লেডি কিলার’।

সেই জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে কোরবানীর ঈদে ‘লেডি কিলার টু’ নিয়ে আসছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ইতোমধ্যে শুরু হয়েছে নাটকটির শুটিং। নির্মাণ শেষে নাটকটি ঈদের আয়োজনে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে। উচ্ছ্বসিত তাহসান ও তিশা জানান, প্রথমটির মতো এ নাটকটিও দর্র্শকদের প্রত্যাশা পূরণ করবে।

 

এর আগে ‘লেডি কিলার’-এর কাহিনিতে দেখা যায়, তিশা পাড়ার একটি গ্যাংয়ের প্রধান। দলটি মহল্লায় ইভটিজিংসহ নানা অপকর্ম ঠেকাতে ব্যস্ত থাকে। কালো ড্রেস পরা গ্যাং নিয়ে সব সময় এলাকায় ঘুরে বেড়ান তিশা। যিনি একপর্যায়ে প্রেমে পড়েন সহজ-সরল তাহসানের। এরপর দুজনে মিলে নেমে পড়েন এলাকার ইভটিজিং দমনে।

‘লেডি কিলার টু’-তেও তেমন কোনো গল্প দেখা যাবে, নাকি থাকবে ভিন্ন কোনো কাহিনি, তা দেখতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

আসছে ‘লেডি কিলার টু’

আপডেট সময় ০২:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
বিনোদন ডেস্ক:

গেল রোজার ঈদে নুসরাত ইমরোজ তিশা ও তাহসান রহমান খানকে নিয়ে ‘লেডি কিলার’ নামে একটি নাটক নির্মাণ করেছিলেন মাবরুর রশিদ বান্নাহ। সেখানে লেডি কিলারের ভূমিকায় দেখা গিয়েছিল তিশাকে। তাহসান ছিলেন একজন সহজ-সরল যুবকের চরিত্রে। খুবই দর্শকপ্রিয়তা পেয়েছিল এ জুটির ‘লেডি কিলার’।

সেই জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে কোরবানীর ঈদে ‘লেডি কিলার টু’ নিয়ে আসছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ইতোমধ্যে শুরু হয়েছে নাটকটির শুটিং। নির্মাণ শেষে নাটকটি ঈদের আয়োজনে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে। উচ্ছ্বসিত তাহসান ও তিশা জানান, প্রথমটির মতো এ নাটকটিও দর্র্শকদের প্রত্যাশা পূরণ করবে।

 

এর আগে ‘লেডি কিলার’-এর কাহিনিতে দেখা যায়, তিশা পাড়ার একটি গ্যাংয়ের প্রধান। দলটি মহল্লায় ইভটিজিংসহ নানা অপকর্ম ঠেকাতে ব্যস্ত থাকে। কালো ড্রেস পরা গ্যাং নিয়ে সব সময় এলাকায় ঘুরে বেড়ান তিশা। যিনি একপর্যায়ে প্রেমে পড়েন সহজ-সরল তাহসানের। এরপর দুজনে মিলে নেমে পড়েন এলাকার ইভটিজিং দমনে।

‘লেডি কিলার টু’-তেও তেমন কোনো গল্প দেখা যাবে, নাকি থাকবে ভিন্ন কোনো কাহিনি, তা দেখতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।