হোমনায় (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীরের বাবা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক পরিচালক আলহাজ¦ মো. নূরুল ইসলাম কন্ট্রাক্টর (৭৮) মারা গেছেন। তিনি উপজেলার গোয়ারীভাঙা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতায় ভূগছিলেন। আজ বুধবার নিয়মিত চেকআপ করাতে ঢাকা যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
ব্যক্তিজীবনে তিনি একাধারে- তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের দুই বার পরিচালক, কুমিল্লা সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান, মুক্তিযোদ্ধের সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
নূরুল ইসলাম কন্ট্রাক্টর মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ মাঠে প্রথম এবং সন্ধ্যায় তার জন্মস্থান গোয়ারীভাঙা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাপূর্ব স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, বিএনপির সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী নাজমুস সাদত, বিআরডিবি চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন সরকার হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার প্রমুখ।