মুরাদনগর বার্তা ডেস্ক:
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়।
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে এবং ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় মৎস্য সপ্তাহ পালনের জন্য সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রারণ কর্মকর্তা দিদারুল আলম, ক্ষেত্র সহকারী শাহপরান, রফিক উদ্দিন আহমেদ ও অফিস সহকারী নাদির খান প্রমুখ।
কর্মসূচীর মধ্যে রয়েছে, আজ বৃহস্পতিবার বনার্ঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা, শুক্রবার মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে ধামঘর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন, শনিবার ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য আইন বাস্তবায়নে হাট-বাজারে মোবাইল কোর্ট পরিচালনা, রোববার ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ে মৎস্য চাষ বিষয়ে আলোচনা ও প্রামান্যচিত্র প্রদর্শন, সোমবার ছালিয়াকান্দি বাজারে মৎস্য চাষ বিষয়ক উদ্ধুদ্বকরণ সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন ও শেষ দিন মঙ্গলবার মূল্যায়ন, উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে পুরষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠিত হবে।